অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন, ২০ বছর পর সওজের জমি উদ্ধার

নোয়াখালীর চাটখিলে কয়েক যুগ অবৈধ দখলে থাকার পর অবশেষে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জমি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমিটি দখলমুক্ত করা হয়।
জানা গেছে, চাটখিল পৌরবাজারের পাল্লা রোড সংলগ্ন জমিটিতে এক সময় বিএনপির অস্থায়ী কার্যালয় ছিল। এরপর ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধীরে ধীরে জায়গাটি দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া তুলছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতারা এলাকা ছেড়ে যাওয়ার পরও স্থাপনাগুলো ভাঙা সম্ভব হয়নি। সোমবার প্রশাসনের অভিযানে সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, এই উচ্ছেদের ফলে চাটখিল পৌরবাজারের যানজট কিছুটা হলেও কমবে। আশা করি জমিটি আর দখল হবে না। তবে দখল করে চিরদিন টিকে থাকা যায় না—এই বার্তাও সবাই পেয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নির্ধারিত স্ট্যান্ড না থাকায় পৌরবাজারের প্রধান সড়কে অটোরিকশা দাঁড়িয়ে থেকে যানজট সৃষ্টি করে। তাই উদ্ধার হওয়া জমিতে অস্থায়ী অটোরিকশা স্ট্যান্ড স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।
অভিযানে সওজ কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, আনসার ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরকে