ফরিদপুরে দুর্ঘটনায় সড়কে ঝরল ৩ প্রাণ

ফরিদপুরের বোয়ালমারী, ফরিদপুর শহর ও সদরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মন্ডল ডাঙ্গী গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আলিমদ্দিন মোল্লা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হন।
জানা যায়, বৃদ্ধ আলিমদ্দিন সড়কের পাশে ঘাস কাটছিলেন। হঠাৎ চরভদ্রাসনমুখী দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকোটেরচর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মো. রোমান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে, দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের রেড ক্রিসেন্ট মার্কেটের সামনে ইজিবাইকের ধাক্কায় সন্দীপ মালোত (১৪) নামে এক কিশোর নিহত হয়।
সন্দীপ মালোত শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা পান্নু মালোতের ছেলে এবং একটি ফ্রিজ মেরামতের দোকানে কাজ করত।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকটি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই শেখর চন্দ্র মল্লিক বলেন, সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া চলছে।
এরও আগে, সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বোয়ালমারী উপজেলার সোতাশী মমিন মার্কেট এলাকায় ট্রাকচাপায় সাহিদ শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন।
সাহিদ শেখ বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের বাসিন্দা এবং পেশায় রিকশা ভ্যানচালক।
জানা যায়, রাতে স্থানীয় এক বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে ফেরার সময় গ্যাসের সিলিন্ডার বোঝাইকৃত দ্রুতগামী ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাহিদ শেখকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা তুহিন শেখ অল্পের জন্য প্রাণে বাঁচেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করে। পরিবারের আবেদনে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয় বলে জানান বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান।
জহির হোসেন/এএমকে