সাতক্ষীরায় ডোবায় পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরায় বর্ষা মৌসুমে বাড়ির পাশে জমে থাকা ডোবায় পড়ে প্রাণ গেল আলিফ হোসেন নামে এক শিশুর।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউকোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফের বাবার নাম জাহাঙ্গীর আলম।
স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে পাশের বাড়িতে গিয়েছিল আলিফ। মা প্রতিবেশীদের সঙ্গে কথা বলছিলেন, এসময় খেলার ফাঁকে পাশের একটি ডোবায় পড়ে যায় সে। কিছুক্ষণ পর খুঁজে না পেয়ে শিশুটির মা চারপাশে খোঁজ শুরু করেন।
আরও পড়ুন
একপর্যায়ে ডোবার পানিতে আলিফের মাথা ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি মৌসুমে গ্রামের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও ডোবায় পানি জমে থাকে। এগুলো সঠিকভাবে ঘেরাও না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এ ঘটনায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির পাশের ডোবা, গর্ত বা পুকুরগুলো নিরাপদ রাখার আহ্বান জানান তারা।
ইব্রাহিম খলিল/বিআরইউ