শেরপুরে ভিমরুলের কামড়ে ১৬ স্কুল শিক্ষার্থী আহত

শেরপুর সরকারি ভিক্টোরিয়া স্কুলে ভিমরুলের কামড়ে অন্তত ১৬ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ভবনে ভিমরুলের চাক থাকলেও বিষয়টি শিক্ষক ও কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রহিম বলেন, আমরা ক্লাসে ছিলাম। হঠাৎ ভিমরুল এসে কামড়াতে শুরু করে। একসঙ্গে প্রায় ১৫-১৬ জনকে কামড় দিয়েছে। এতে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরে হাসপাতালে ভর্তি করা হয়।
অন্য এক শিক্ষার্থী রিয়াদ জানান, আমরা ভিমরুলের চাকের বিষয়টি স্যারদের জানিয়েছিলাম। কিন্তু ব্যবস্থা নেওয়ার আগেই আক্রমণ হয়েছে। ক্লাসে ৫৫ জন ছিলাম, সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। কয়েকজনকে বেশি কামড় দিয়েছে, এখন তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
বিদ্যালয়ের বিএনসিসি সদস্য রাফি বলেন, আমরা পাশের রুমে ছিলাম। হঠাৎ হইচই শুনে বের হয়ে দেখি অনেক শিক্ষার্থী ভিমরুলে কামড় খেয়ে কাঁদছে। যাদের অবস্থা খারাপ, তাদের দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন অবহেলা মেনে নেওয়া যায় না। আমরা সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, দিবা শাখার পঞ্চম শ্রেণির ক্লাস শুরুর আগেই এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যারা সামান্য আহত, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েই বাসায় চলে গেছে। গুরুতর আহতদের চিকিৎসার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে।
মো. নাইমুর রহমান তালুকদার/এমএন