অবশেষে চালু হলো ইবির অফিশিয়াল ফেসবুক পেজ

তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চালু করা হয়েছে অফিসিয়াল ফেসবুক পেইজ। দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য তথ্য প্ল্যাটফর্মের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা, সেই প্রত্যাশার অবসান হলো পেজ চালুর মাধ্যমে।
সোমবার (১৮ আগস্ট) উপাচার্যের কার্যালয়ে তথ্যের বিভ্রান্তি এড়াতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ নামে পেজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকিন নজরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক শাহনুজ্জামান তথ্য ও জনসংযোগ দপ্তরের পরিচালক শাহেদ আহমেদসহ অন্যানয়রা উপস্থিত ছিলেন।
জানা যায়, এই পেজ চালুর প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কাছে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া। এর মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা, ভর্তি, ক্লাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ একাডেমিক নোটিশ দ্রুত পাবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই পেজটি ইবি শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকরী তথ্য প্রবাহ তৈরি করবে এবং তাদের প্রশাসনিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু মিয়া বলেন, একই তথ্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেইজ থেকে বিভিন্নভাবে প্রচার করা হয়। এতে বিভ্রান্ত হতে হয়। এখন থেকে সঠিক তথ্য জানতে ভোগান্তি পোহাতে হবে না। প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানাই।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই পেজটি আমাদের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম হবে। একাডেমিক নোটিশ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক ও প্রশাসনিক কার্যক্রমের সব খবর এখন থেকে এই পেজে পাওয়া যাবে।
রাকিব হোসেন/আরকে