কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানি, যুবকের ৭ বছরের কারাদণ্ড

কক্সবাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এক নারীর শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।
সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের মোহাজেরপাড়া এলাকার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।
মামলার বাদী মার্কিন নাগরিক এলিজাবেথ হেলটন কিমমেল স্বামীর চাকরি সূত্রে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় বসবাস করেন।
মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার জানান, গত ১০ মার্চ সকালে এলিজাবেথ হেলটন কিমমেল অপর এক নারীসহ প্রাতর্ভ্রমণকালে শহরের সার্কিট হাউজ এলাকায় পৌঁছালে তারিকুল ইসলাম তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। পরে ওইদিনই ভুক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। তাকে ৭ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।'
মামলাটি দায়ের হওয়ার দুই দিন পর গত ১২ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ এবং ১৮ মার্চ চার্জ গঠন করেন আদালত। পরবর্তীতে ২১ মার্চ বিচার কার্যক্রম শুরু হলে মাত্র ৫ মাসেই আলোচিত মামলাটির রায় দেওয়া হলো।
আরএআর