বাচ্চা হওয়ায় মাফ করেছি কিন্তু পাগল হলে মাফ নাই

এনসিপি নেতাদের উদ্দেশ করে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু নাবালক দলের নেতাকর্মী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়া নিয়ে ষড়যন্ত্র করছে। আগে বাচ্চা হওয়ায় তাদের মাফ করা হয়েছে। কিন্তু এখন যদি তারা পাগল হয়, তাহলে তাদের মাফ করা হবে না।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, বর্তমান সময়ে দেখা যায় কিছু নাবালক দল, অবুঝ শিশুরা বলে বেড়াচ্ছে আগামীতে নির্বাচন হবে না। বাচ্চা পোলাপান অবুঝ হলে অনেক কিছুই বলে। তবে আমাদের আন্দোলন-সংগ্রামের যতটুকু বয়স, তাদের জীবনের বয়সও সেটুকু হয়নি। তাই বাংলাদেশের মাটিতে কথা বললে বুঝে-শুনে বলতে হবে।
আরও পড়ুন
খোকন তালুকদার বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্রের মুক্তির জন্যে যারা জীবন দিয়েছেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। তারা উপদেষ্টাদের পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য জীবন দেয়নি। তাদের মাথায় তুলে রাখার জন্যও জীবন উৎসর্গ করেনি। তাই নির্বাচন নিয়ে টালবাহনা করবেন না। অনেক হয়েছে, এখন নির্বাচনমুখী কথাবার্তা বলেন। না হলে ছাড় দেওয়া হবে না।
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরের শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি বের হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন হাওলাদার।
সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার প্রমুখ।
আকাশ আহম্মেদ সোহেল/এসএসএইচ