জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ২০ নৌকা ডুবিয়ে দিয়ে ৩ জনকে কারাদণ্ড

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে পিয়াইন নদীতে ২০টি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে বালু-পাথর উত্তোলনে জড়িত থাকার দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জাফলং ব্রিজ, চা-বাগান এলাকা, জুমপাড়া ও বল্লাঘাট নদীজুড়ে অভিযানটি চলে।
অভিযান সূত্রে জানা যায়, ৮টি ইঞ্জিনচালিত স্টিলের নৌকা, ২টি কাঠের ইঞ্জিনচালিত নৌকা এবং ১০টি বারকি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তিন ব্যক্তিকে আটক করে তাৎক্ষণিকভাবে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান পরিচালিত হয়। এতে ২০টি নৌকা ডুবিয়ে ধ্বংস করা হয়েছে এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন
অভিযানে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ, বিজিবির সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহও ব্যাহত হচ্ছে। প্রশাসনের নিয়মিত অভিযানের পরও এসব কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
মাসুদ আহমদ রনি/এএমকে