সৈয়দপুর বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ’ অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ’ অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রশিক্ষিত সদস্যরা অংশ নেন। মহড়ার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত আয়োজিত এই মহড়ায় বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণের একটি কল্পিত দৃশ্য উপস্থাপন করা হয়।
মহড়ায় দেখা যায়, বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করে। নির্ধারিত সময় ১১টা ৪৫ মিনিটে ঢাকায় ফেরার আগে কন্ট্রোল টাওয়ারে আসে বোমা-সংক্রান্ত একটি হুমকি ফোন। তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ব্যবস্থাপক জরুরি অবস্থা ঘোষণা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অপারেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মহড়ায় তিনি বলেন, এ ধরনের মহড়া দুর্বলতা শনাক্তের পাশাপাশি সংস্থাগুলোর সমন্বয় ও প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়াসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
এআর/এএমকে