তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন হয়ে নারীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর এ আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাথী দেবনাথ উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। তিনি গত দুই বছর ধরে পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে কাজ করছিলেন ওই নারী। সোমবার দুপুরে কাজ করার একপর্যায়ে মেশিনে ওড়না পেঁচিয়ে বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায় ওই নারীর। পরে মেশিন বন্ধ করে হাত বিচ্ছিন্ন অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিসান অয়েল মিলের মালিক আবদুর রাজ্জাক ভূঁইয়া রুবেল বলেন, দুই বছর আগে ওই নারীর স্বামী মারা যান। আমার কাছে কাজ চাইলে তাকে অপারেটর হিসেবে নিয়োগ করি। কোনো দিনই এমন ঘটনা ঘটেনি। তার মৃতুতে গভীর শোক জানাচ্ছি। আমার পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করব।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/আরএআর