ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রাতভর ভোগান্তির পর মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিমরাইল থেকে দাউদকান্দি পর্যন্ত দীর্ঘ যানজট ছিল। দুপুরের পর থেকে যানজট কমে এসেছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ জানায়, রাতে মহাসড়কের কয়েকটি স্থানে দুর্ঘটনা ও যানবাহনের চাপ বাড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন
দুপুরের পর মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যমুখী মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে যাত্রীরা বলছেন, মহাসড়কে এ ধরনের পরিস্থিতি ঘন ঘন তৈরি হওয়ায় ভ্রমণ পরিকল্পনা নষ্ট হয় এবং সময়মতো কর্মস্থলে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, রাত থেকে সকাল পর্যন্ত যানজট ছিল। দুর্ঘটনা এবং ট্রাক বিকল হয়ে পড়ায় চাপ বেড়ে যায়। তবে এখন মহাসড়কের সবগুলো লেন সচল রয়েছে। যাত্রীদের যেন আর ভোগান্তি না হয়, সে জন্য আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।
মেহেদী হাসান সৈকত/এএমকে