জামিনে কারামুক্ত যুবলীগ নেতা রনিকে পুনরায় গ্রেপ্তারের দাবি

রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে প্রকাশ্যে গুলি চালানো যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনির (৩৬) জামিনের প্রতিবাদ এবং তাকে পুনরায় গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স রাজশাহী শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী আদালত প্রাঙ্গণে তারা বিক্ষোভ করেন।
রনি নগরের পুলিশ লাইন ভেড়িপাড়া এলাকার বাসিন্দা এবং ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। গেল বছরের ৫ আগস্ট নগরের আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার মিছিলে তাকে প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায়। একই বছরের ১২ নভেম্বর ঢাকা থেকে রনিকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। পরে দুটি হত্যাসহ তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সেই থেকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
গত ৪ আগস্ট দুটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান রনি। পরে ১২ আগস্ট সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান তিনি। বিষয়টি জানাজানি হওয়ায় রাজশাহীতে তোলপাড় শুরু হয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করছেন জুলাইযোদ্ধারা।
মঙ্গলবার জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে রাজশাহীর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ-সমাবেশ করা হয়। সেখানে বক্তব্য দেন- সংগঠনের জেলার আহ্বায়ক রাকিব হোসেন, সদস্যসচিব তামিম মো. তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তানভীর মাহাতাব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা দেশের জন্য আন্দোলনে গিয়েছিলাম। সেই আন্দোলনে এই অস্ত্রধারী রনি গুলি চালিয়েছিলেন। এখন তিনি মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছেন। আমরা এখন উৎকণ্ঠায় আছি। আমাদের ওপর যদি আবার আক্রমণ হয় তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে রনিকে আবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবি জানান।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, আমরা যুবলীগ নেতা রনির বিষয়ে খোঁজ নিচ্ছি।
শাহিনুল আশিক/আরএআর