কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

“চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে যাত্রাপুর যুব সংগঠন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নৌকা ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহায়তা করে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, আরডিআরএস বাংলাদেশের সিএনবি প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর শফিয়ার রহমান, যাত্রাপুর যুব সংগঠনের সদস্যবৃন্দসহ চরাঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, যাত্রাপুর ইউনিয়নটি নদীবেষ্টিত এলাকা। নদী ভাঙনের ফলে ইউনিয়নের অধিকাংশ অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরাঞ্চলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অনেক শিশু, বিশেষ করে কিশোরী মেয়েরা বাল্যবিবাহের শিকার হচ্ছে। বাল্যবিবাহ রোধে চরাঞ্চলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন জরুরি হয়ে পড়েছে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে চরাঞ্চলে বিদ্যালয় স্থাপন অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবেই এখানকার শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে বাল্যবিবাহের শিকার হচ্ছে। তাই সরকারের প্রতি আহ্বান- দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক।
মমিনুল ইসলাম বাবু/আরএআর