সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান (৩৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় দিবাগত রাতে দেশটির রিয়াদের মালাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহমেদ।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ফুড ডেলিভারির কাজ করতে গিয়ে কামরুলের বাইক একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৌদি আরবে নিহতের কাছাকাছি অবস্থারত ষোলদানা এলাকার প্রবাসী মানিক হোসেন বলেন, প্রতিদিনের মতো গতকালও কামরুল ভাই ফুড ডেলিভারি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি পণ্যবাহী ট্রাকের নিচে চলে যান তিনি। এতে তার একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধান করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে।
নিহতের চাচা রাজু তপদার বলেন, কামরুলের সঙ্গে আমার বন্ধুত্বও ছিল। বয়সে সমান, একই ক্লাসে পড়ালোখা, আড্ডা—সবই একসঙ্গে। তার এমন মৃত্যু সত্যিই সহ্য করা কঠিন।
ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, আমরা একজন প্রবাসী সৈনিক হারালাম। তিনি রেমিটেন্স যোদ্ধা। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আমার পরিষদের পক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনোয়ারুল হক/এএমকে