ওষুধ স্প্রে করে একটি মশাও মরেনি, ঠিকাদারকে ৩ দিনের সময় দিল কেসিসি

মহানগরীতে মশা নিধন কার্যক্রমের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের ছিটানো ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই নমুনা পরীক্ষায় মরেনি একটিও মশা। ফলে মশার ওষুধ পরিবর্তনের জন্য ঠিকাদারকে তিন দিনের সময় বেঁধে দিয়েছে কেসিসি।
শনিবার (৩০ আগস্ট) সকালে নগরীর পাওয়ার হাউজ মোড় সংলগ্ন কেসিসির গ্যারেজে এই নমুনা পরীক্ষা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান, ভেটোনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, কনজারভেন্সি অফিসার মো. ওয়াহেদুজ্জামান খানসহ কর্মকর্তা-কর্মচারীরা।
কনজারভেন্সি অফিসার মো. ওয়াহেদুজ্জামান খান বলেন, ৫ লিটার ডিজেলের মধ্যে সাইফারমেথ্রিন ওষুধ ৩৫০ মিলিগ্রাম মিশিয়ে স্প্রে করা হয়েছে। কিন্তু মশা মরেনি। ওষুধে কমপক্ষে ৮০ ভাগ মশা মরলে সেটাকে কার্যকর বলে ধরে নেওয়া হয়। কিন্তু এই প্রতিষ্ঠানটির ওষুধ প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এখন তিন দিনের মধ্যে তারা নতুন ওষুধ দেবেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
ভেটোনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস বলেন, প্রথম দফায় নমুনা পরীক্ষায় সম্পূর্ণ ফেল করেছে। এই লটের ওষুধে কাজ হবে না। ঠিকাদার নতুন করে আবার ওষুধ দেবেন। সেটিও পরীক্ষা করা হবে। ওষুধে মশা মরছে না। তার অর্থ এটি রিজেক্ট। এর আগেও পরীক্ষা করে তারপর মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করার পর ২০ মিনিট অপেক্ষা করা হয়েছে। কিন্তু তাতেও মশা মরেনি। ওষুধটি ভালো নয়। এখন ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।
এদিকে নমুনা পরীক্ষা পদ্ধতি নিয়ে ভিন্ন কথা বললেন ঠিকাদারী প্রতিষ্ঠান দিনা এন্টারপ্রাইজের সিইও শরফুদ্দিন টিপু। তিনি বলেন, আইসিডিডিআরবি এর নিয়ম অনুযায়ী বদ্ধ ঘরে দরজা-জানালা বন্ধ করে একই পদ্ধতিতে ওষুধ স্প্রে করতে হবে। এখানে খোলা জায়গাতে স্প্রে করলে বাতাসে ২০ মিনিটে সম্ভব না। তখন ওষুধের গুণাগুণ থাকে না।
তিনি বলেন, এই ওষুধটি চীন থেকে আনা হয়েছে। রেশিওটা আলাদা। ওপেন ফিল্ডে ওষুধের রেশিও বাড়াতে হয়। চার প্রকার ওষুধ মেশাতে হয়। সেখানে ডিজেল ও একটি ওষুধ মেশানো হয়েছে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, টেস্ট করে দেখলাম এর কার্যকারিতা আরও বাড়ানোর দরকার। ঠিকাদারকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। তিনি এই সময়ের মধ্যে নতুন ওষুধ দেবেন।
মোহাম্মদ মিলন/আরকে