বাসচাপায় নারী নিহত, ঢাকা-রংপুর মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মরিয়ম বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পান্থোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৬টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
নিহত মরিয়ম বেগম ওই এলাকার আব্দুল হামিদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী ‘শঠিবাড়ি এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে বাসটি পৌর শহরের যানজটে আটকা পড়লে স্থানীয় বাসিন্দারা চালক শফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পাশাপাশি দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রাখেন। প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ তুলে নেয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। বাসের চালক পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
রিপন আকন্দ/এএমকে