ঝিনাইদহের সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নেই

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু ইন্তেকাল করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বর্ষিয়ান সাংবাদিক আমিনুর রহমান টুকু বার্তা সংস্থা ইউএনবির ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় মানবাধিকার সংস্থা, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও বাংলাদেশ ভোক্তা অ্যাসোসিয়শেনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলার আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবেও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর থেকেই তিনি ঢাকার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে মরহুম সাংবাদিক আমিনুর রহমান টুকুর জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এদিকে আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী গঠন। আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুকু, সিনিয়র সাংবাদিক জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারী, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম। বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহমেদসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক আমিনুর রহমানের মৃত্যুতে অপর এক বিবৃতিতে শোক জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতের আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর, সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা।
আব্দুল্লাহ আল মামুন/এমএএস