তরুণ সাংবাদিক মেহেদীর চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন

ডিবিসি নিউজের নিউজরুম এডিটর মেহেদী হাসান ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ক্যান্সার প্রাথমিক স্টেজে রয়েছে। দ্রুত চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে মেহেদী। কিন্তু দ্রুত চিকিৎসা করানোর মতো সামর্থ নেই তার পরিবারের।
মেহেদী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় এবং তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। বর্তমানে তিনি রাজধানীর আদাবরে থাকেন।
পাকস্থলীর ক্যান্সারে ভুগছেন মেহেদী। ইতোমধ্যে মিরপুর ডেল্টায় একটা কেমোথেরাপি দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে আরও একটা কেমোথেরাপি দেওয়া হবে। ইতোমধ্যে তিনি ভারতের হায়াদ্রাবাদে একটি হাসপাতালে যোগাযোগ করেছেন। সেখান থেকে ধারণা দেওয়া হয়েছে, বাংলাদেশি ১৫ লাখের অধিক টাকা খরচ হতে পারে তার চিকিৎসায়।
মেহেদী বলেন, আমাকে প্রাথমিক অবস্থায় ৪টার মতো কেমোথেরাপি দিতে হবে। এরপর ক্যান্সারটি ছোট হয়ে এলে অপারেশন করে তারপর আরও ৩-৪টা কেমোথেরাপি দিতে হবে। এর মাধ্যমে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। চিকিৎসার জন্য ভারতের হায়াদ্রাবাদে একটি হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন-কেমোথেরাপি, সার্জারি ও অন্যান্য টেস্টের জন্য ১৫ লাখ বাংলাদেশি টাকা খরচ হবে। এ ছাড়া, যাতায়াত, থাকা-খাওয়ার খরচ তো আছেই। তবে বাংলাদেশে এ চিকিৎসা করালে ১২-১৫ লাখ টাকার মধ্যেই হবে বলে জানান তিনি।
মেহেদীর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ইতোমধ্যে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা কয়েকটি মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহায়তা পাঠানোর ব্যবস্থা করেছেন। নিচে দেওয়া নম্বর ও তথ্য ব্যবহার করে যে কেউ চাইলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
মেহেদীকে সহায়তা পাঠানো যাবে ০১৭২২২৮৮২৮৯ (বিকাশ, নগদ ও রকেট) নম্বরে। এ ছাড়া, সহযোগিতা করা যাবে ডাচ-বাংলা ব্যাংকের হিসাব নম্বরে ১৪৮১৫৮০৩১৫৪৯১।
এমএএস
