পদ্মার দুই ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে দুটি বড় সাইজের ইলিশ। মাছ দুটির মোট ওজন ২ কেজি ৯০০ গ্রাম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মাছ দুটি স্থানীয় জেলে নিরব হালদারের জালে ধরা পড়ে। পরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ৫,২০০ টাকা দরে মোট ১৫ হাজার ৮০ টাকায় মাছ দুটি ক্রয় করেন।
আরও পড়ুন
শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ জানান, তিনি মাছ দুটি অনলাইনের মাধ্যমে খুলনায় বসবাসরত এক যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছে প্রতিকেজি ৫,৫০০ টাকা দরে মোট ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেছেন। প্রবাসীর অর্ডার অনুযায়ী মাছ দুটি হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দৌলতদিয়ার পদ্মা নদীর তাজা ও সুস্বাদু ইলিশ শুধু দেশে নয়, দেশের বাইরেও ব্যাপক সুনাম অর্জন করেছে। তাই এ ধরনের বড় ইলিশের চাহিদা সবসময় বেশি। বিশেষ করে প্রবাসীরা বড় আকারের ইলিশ কিনতে বেশ আগ্রহী থাকেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি