পিআরে নির্বাচন হলে ভোট হবে সন্দীপে, এমপি হবে মালদ্বীপে

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট হবে সন্দীপে, আর এমপি নির্বাচিত হবে মালদ্বীপে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মো. মনিরুজ্জামান মনি। এছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ডামি নির্বাচন’ আয়োজনের অভিযোগ তুলে সমালোচনা করেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শ্যামনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনি।
তিনি বলেন, “আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দিনের ভোট রাতে করে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। জনগণ ভোট দিতে না পেরে হতাশ হয়েছে। আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে এবং তারেক রহমান মনোনীত ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।”
জামায়াত ইসলামের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, “এই অপশক্তি ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করেছে। কোনো আলেম-ওলামা কি জান্নাতের টিকিট বিক্রি করতে পারে? এ মুনাফেকদের রাজনীতি থেকে মুছে ফেলতে হবে। ১৭ বছরের আন্দোলনের পর জাতি যখন একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ছিল, তখনই জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে।”
শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, সাবেক সিনিয়র সহ-সভাপতি জি.এম. লিয়াকত আলী প্রমুখ। সমাবেশ শেষে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইব্রাহিম খলিল/এমটিআই