গাজীপুরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৬ জুন) সকালে আমবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারী পোশাক শ্রমিক ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাই এলাকার নাজমুল ইসলামের স্ত্রী কোহিনুর আক্তার (৩২)।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, স্থানীয় আমবাগ এলাকায় তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন কোহিনুর আক্তার। প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি হেঁটে কারখানায় যাচ্ছিলেন।
সকাল পৌনে ৮টার দিকে আমবাগ ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় কাভার্ডভ্যানের ধাক্কায় অপর এক শ্রমিক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে।
এ সময় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ওই ট্রাক ভাঙচুর করে এবং আমবাগ-সকাশ্বর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক জব্দ করা হলেও চালক ঘটনার পর পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিহাব খান/এসপি