নৌকাবাইচ দেখে ফেরার পথে নৌকা ডুবে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ

জামালপুরের ঝিনাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত মোর্শেদা বেগমের মেয়ে শোভা আক্তার (৬) এখনো নিখোঁজ রয়েছে। নিহত মোর্শেদা ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী ও নিখোঁজ শোভা আনসার আলীর মেয়ে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জাহিদুল, শাহীনুর, সুলতানা পারভীন ও সবুজ আহত হয়েছেন। তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সরিষাবাড়ী উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকাবাইচের আয়োজন করেন স্থানীয়রা। নৌকাবাইচ খেলা শেষে মোর্শেদা ও তার মেয়ে শুভা বাড়ি ফেরার জন্য ধারাবর্ষা এলাকার খেয়াঘাটে যান। এ সময় খেয়াঘাটে নৌকার মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালিয়ে পার হচ্ছিলেন। যাত্রীসহ নৌকাটি মাঝপথে পথে পৌঁছালে ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা অধিকাংশ যাত্রীদের উদ্ধার করেন। আহত অবস্থায় বেশ কয়েকজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোর্শেদা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় তার মেয়ে শোভা নিখোঁজ রয়েছে।
কামারাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, খেয়া পারাপারের সময় নৌকা ডুবে একজন মারা গেছেন, আরেকজন নিখোঁজ আছে। নৌকাতে মানুষ বেশি ছিল। মাঝি না থাকায় তারা নিজেরাই নৌকা চালাইতেছিল। এজন্য নৌকা ডুবে গেছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতে ডুবুরি দিয়ে উদ্ধার কাজ চালানো সম্ভব না। সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় শনিবার সকালে জেলা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাবে। কতজন নিখোঁজ রয়েছেন তা সঠিক বলা যাচ্ছে না।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মুত্তাছিম বিল্লাহ/আরএআর