নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরের দিকে স্টেশন সংলগ্ন পৌর এলাকায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মো. সুমন বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসনহাট এয়ালাকার জয়কৃষ্ণপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাইজদী স্টেশনের পূর্ব পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় সুমনের মরদেহ দেখতে পায় তারা। স্থানীয়দের ধারণা কাজ করার সময় দুর্ঘটনাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার দেহ বিদ্যুতের পিলারে ঝুলে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মো. নাজিম ঢাকা পোস্টকে বলেন, সুমন প্রথমে খেজুর গাছে উঠে সেখান থেকে পিলারের সঙ্গে লাঠি দিয়ে বৈদ্যুতিক লাইন ধরে। তারপর বিদ্যুতায়িত হয়ে ঝুলে যায়। আমরা সবাই দেখে অবাক হয়েছি। কেউ বলতে পারছে না কেনো এমন টা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ কেউ দেয়নি। তবে মরদেহ পোস্টমর্টেমের জন্যই মর্গে পাঠানো হয়। তারপর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
হাসিব আল আমিন/আরকে