মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর নিজ গ্রামে দাফন সম্পন্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী শামীম ও তুহিনের মরদেহ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন।
নিহতরা হলেন, গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামীম রেজা (২৩)। তারা দুজনেই মালয়েশিয়ার একটি পাম বাগানে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত রোববার (৩১ আগস্ট) মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে এবং এতে নিহত হন তুহিন আলী ও শামীম রেজা। পরে আজকে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাদের মরদেহ গোমস্তপুর উপজেলার নিজ নিজ গ্রামে পৌঁছায় এবং বেলা সাড়ে ১১টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়।
নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, গত রোববার তুহিন-শামীমসহ পাঁচজন শ্রমিক ওভারটাইম কাজের জন্য গিয়েছিলেন। কাজ শেষে পিকআপে করে ফেরার পথে সুঙ্গাই কোয়ান এলাকার পাহাড়ি রাস্তায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সঙ্গে থাকা তিনজন লাফ দিয়ে বাঁচলেও পিকআপসহ তুহিন ও শামীম সড়ক থেকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি বলেন, গোমস্তাপুর উপজেলার দুইজন প্রবাসী মালয়েশিয়ায় কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের মরদেহ নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের পরিবারের খোঁজখবর নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। এছাড়া তাদের পরিবারের আরও কোন সহযোগিতা লাগলে আমরা উপজেলা প্রশাসন থেকে তা করতে প্রস্তুত রয়েছি।
আশিক আলী/আরকে