বাগেরহাটে করোনায় মৃত্যু ৪, আক্রান্ত ৭৬

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৬২ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টার ২১৫ নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এরমধ্যে মোংলা ইপিজেডের পাঁচ আনসার সদস্যও রয়েছেন। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ২৩ নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন।
সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। ২১৫টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা পজিটিভ এসেছে।
তানজীম আহমেদ/এমএসআর