মাদক সেবনের পর পড়েছিলেন রেললাইনে, যুবকের করুণ মৃত্যু

দীর্ঘদিন যাবত নেশায় আসক্ত। মাদক সেবনের পর অচেতন হয়ে রেললাইনের উপরেই পড়েছিলেন। এ সময় রকেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মো. সোহেল (৩৯) নামের এক যুবক।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়লে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে (জিআরপি) ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, সোহেল দীর্ঘদিন যাবত নেশায় আসক্ত। সোমবার দিবাগত রাতে মাদক সেবনের পর অচেতন হয়ে রেললাইনের উপরেই পড়েছিলেন। এ সময় রকেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, অভিযোগ না থাকায় আবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আফজালুল হক/এএমকে