১১ ঘণ্টা পর ফরিদপুরের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দিনভর চলা মহাসড়ক অবরোধে ৪০ কিলোমিটার যানজটের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবির কোনো সমাধান হয়নি।
অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয় এবং আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। দীর্ঘ সময় আটকে থাকার পরও খাবার-পানি ও ভোগান্তির চাপ সামলে অনেকেই গন্তব্যে রওনা হন। সকাল ৮টা থেকে এই অবরোধ শুরু হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, আন্দোলনকারীদের দাবি জাতীয় পর্যায়ের বিষয়। এটার সমাধান স্থানীয়ভাবে সম্ভব নয়। স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
অপরদিকে আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার প্রশাসনের কথা হলেও তারা মূল দাবি থেকে সরে আসেননি। আগামীকাল (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী এবং হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।
জহির হোসেন/আরএআর