কুড়িগ্রামে ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্ত এলাকায় গত এক সপ্তাহে বিশেষ অভিযানে ২ কোটি ১১ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভারতীয় গবাদি পশু ১২৫টি, ভারতীয় মদ ৬৩৫ বোতল, গাঁজা ১৪৫ কেজি, ইয়াবা ৭৭২ পিস, জিরা ৫৫৯ কেজি, চিনি ১৯০ কেজি, কমপ্লিট ড্রেস ৪৯৬ পিস, ভারতীয় রুপি ৭৯ হাজার, আতশবাজি ৪৫ হাজার ১৫০ পিস ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
আরও পড়ুন
আটককৃতরা হলেন- দক্ষিণ বাশজানি গ্রামের মমিনুল ইসলাম (২৪) ও কামাত আঙ্গারীয়া গ্রামের মো. হুমায়ুন কবির (২০)।
বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মমিনুল ইসলাম বাবু/এমএসএ