খুলনা জেলা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে ককটেল নিক্ষেপ ও গুলি

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে রূপসার আইচগাতী এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ২টা ককটেল নিক্ষেপ করেছে। পরে লোকজনে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি করে দুর্বৃত্তরা। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
আবু হোসেন বাবুর স্ত্রী জানান, স্বামী আবু হোসেন বাবুকে খাবার খাওয়ানোর সময় বিকট শব্দ। এ সময় দেবর এগিয়ে গেলে তারা গুলি করে পালিয়ে যায়। এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি।
দলের নেতাকর্মীরা জানায়, স্টোকজনিত কারণে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের ঘটনাকালে তিনি স্বপরিবারে বাড়িতেই অবস্থান করছিলেন। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে হামলার প্রতিবাদে আজ (বুধবার) বিকেল সাড়ে ৩টায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সরকারি বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের নেতারা। অবিলম্বে বিস্ফোরণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতারা।
বিবৃতিদাতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।
মোহাম্মদ মিলন/এমএন