আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩

শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন থানা পুলিশের এক এএসআই, এক কনস্টেবল ও স্থানীয় এক বাসিন্দা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের ও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলী (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে থানা পুলিশের তিন সদস্যের একটি দল অভিযান চালায়। এসময় মাজম আলীসহ আরও তিন মাদক কারবারি প্রতিবেশী মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিলেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল এবং ফেরার পথে স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং জড়িত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোহেল রানা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলবে।
মো. নাইমুর রহমান তালুকদার/এমএন