বরিশাল বিভাগে করোনায় আরও ৪ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১০৭ জনে দাঁড়াল।
এ সময় ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত হয়ে, বাকিরা উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৯২ জন।
বৃহস্পতিবার (১৭ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর থেকে এসব তথ্য জানানো হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ১০৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৯১ জন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১৩ জন নিয়ে মোট ৭ হাজার ২৩১ জন, পটুয়াখালীতে নতুন ৪ জন নিয়ে মোট ২৩৫৪, ভোলায় নতুন কেউ শনাক্ত হওয়া মোট শনাক্ত আগের ১৯৮৪ জনই আছেন।
পিরোজপুরে নতুন ১৭ জন নিয়ে মোট ১৮০৭ জন, বরগুনায় নতুন ৩ জন নিয়ে মোট শনাক্ত ১৩১৬ জন এবং ঝালকাঠিতে নতুন ১৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪১৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বাকেরগঞ্জ উপজেলার ৫০ বছর বয়সী ওবায়েদুল্লাহ এবং উজিরপুর উপজেলার ৬০ বছর বয়সী আব্দুস সালাম মৃত্যুবরণ করেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ইউনিটে মোট ৯ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে দুইজন মৃত্যুবরণ করেন।
সৈয়দ মেহেদী হাসান/এমএইচএস