গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

গাজীপুরে ডিপ্লোমা ডিগ্রীধারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা দাবি করছেন, কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা আন্দোলন করছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, দুপুর ১২টার দিকে জয়দেবপুর এলাকায় প্রথমে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা চন্দনা চৌরাস্তার দিকে অগ্রসর হন। আন্দোলনের কারণে ঢাকা থেকে জয়দেবপুর ও শিমুলতলী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া শিক্ষার্থীরা শিমুলতলী সড়কের ডুয়েট গেটের পাশে এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন। তারা বিক্ষোভ মিছিল নিয়ে ভুরুলিয়া রেলগেইট, শিববাড়ি মোড়েও অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, দেশে ৪০ লাখের বেশি ডিপ্লোমা প্রকৌশলী এবং প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়াররা যে তিন দফা দাবি তুলেছেন, তা ভিত্তিহীন ও অযৌক্তিক। তারা দাবি করেন, এই অপচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
আন্দোলনে গাজীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে চাকরিপ্রত্যাশী কারিগরি শিক্ষার্থীরা অংশ নেন। তাদের মধ্যে এমআইএসটি পলিটেকনিক, রয়েল পলিটেকনিক, ভাওয়াল পলিটেকনিকসহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন।
বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, বুধবার দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা চন্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি পর্যন্ত সড়ক বন্ধ করে রাখেন। পরে তারা চান্দনা চৌরাস্তায় অবস্থান নেন। পুলিশ বর্তমানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে।
আশিকুর রহমান/এআরবি