বগুড়ায় করোনা কেড়ে নিল আরও তিনজনের প্রাণ

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় এক নারীসহ করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন ও সুস্থ হয়েছেন ২১ জন।
মৃতরা হলেন বগুড়া শেরপুর উপজেলার আনোয়ারা বেগম (৪৯), ধুনট উপজেলার আব্দুর রহমান (৬৫) এবং বগুড়া সদরের ইকবাল হোসেন (৬৫)। এদের মধ্যে ইকবাল হোসেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।
এছাড়া আনোয়ারা বেগম টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে এবং আব্দুর রহমান মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগেরদিন জেলায় দুই নারীসহ ৪জন করোনায় প্রাণ হারান। এই নিয়ে জেলায় গেল ৪৮ ঘণ্টায় করোনায় ৭ জন প্রাণ হারালেন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, জেলায় ২৪ ঘণ্টায় ২২৭ নমুনার ফলাফলে নতুন করে ৪২ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৮ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২১ জন। নতুন আক্রান্ত ৪২ জনের মধ্যে সদরের ৩০ জন, আদমদীঘির ৭ জন, দুপচাঁচিয়ার ৩ জন এবং গাবতলী ও শাজাহানপুরে একজন রয়েছেন।
তিনি আরও জানান, জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৬৯৬ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ১০১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬ জন। অপরদিকে বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ২৫৯ জন।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর