নুরাল পাগলা ইস্যুতে নিরপরাধ কাউকে হয়রানি নয়: পুলিশ সুপার

রাজবাড়ীর গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় নিরপরাধ নিরীহ কোনো লোক পুলিশের হয়রানির শিকার হবেন না বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় যারা অপরাধী ও যারা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হবে, বিভিন্ন অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এক্ষেত্রে আমি জনসাধারণকে স্পষ্ট জানাতে চাই ও আশ্বাস দিতে চাই নিরপরাধ নিরীহ কোনো লোক রাজবাড়ী জেলা পুলিশের হয়রানির শিকার হবেন না।
পুলিশ সুপার বলেন, নুরাল পাগলার ঘটনায় দুটি মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত কার্যক্রমের আওতায় আমরা বিভিন্ন ক্ষেত্রে যাদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাচ্ছি, তাদেরকে আমরা শনাক্ত করছি এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে।
নুরাল পাগলার দরবারে পুলিশের পাহারা আর কতদিন থাকবে—এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যতদিন মনে করবে এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য প্রয়োজন আমরা ততদিনই আমরা জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবো।
পুলিশ সুপার আরও বলেন, নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় এই পর্যন্ত দুটি মামলায় মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকেরই সুনির্দিষ্ট সংশ্লিষ্টতা এবং আদালতে অনেকেরই স্বীকারোক্তি আছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে