অবশেষে বদলি হলেন সোনাগাজী থানার ওসি

ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকনকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ।
এর আগে এক আদেশে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকনকে বদলি করে জেলা গোয়েন্দা শাখায় যুক্ত করা হয়। একই আদেশে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামকে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
জানা গেছে, গত বছরের ৫ ডিসেম্বর সোনাগাজী থানায় যোগদানের পর থেকে ওসি বায়েজিদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া সোনাগাজীতে চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনাসহ নানা অপরাধ বাড়লেও তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগ ওঠে। এসব হয়রানি থেকে পরিত্রাণ ও বিচার দাবি করে পুলিশ সুপার থেকে প্রধান উপদেষ্টার দপ্তর পর্যন্ত অভিযোগ করেন ভুক্তভোগীরা।
তারেক চৌধুরী/এমজে