সাঁথিয়ায় ভূমি অফিসে ঢুকে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

পাবনার সাঁথিয়ায় এক দুর্নীতিবাজ পরিচ্ছন্নতা কর্মীর (ঝাড়ুদার) বিরুদ্ধে মানববন্ধন করায় উপজেলা ভূমি অফিসের ভেতরে ঢুকে মানববন্ধনকারীদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার নাগডেমরা ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার) তারেকের বিরুদ্ধে বিভিন্ন অফিসে দুর্নীতির লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। সোমবার ছিল অভিযোগের শুনানির দিন। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে তারেকের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।
মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিচ্ছন্নতা কর্মী তারেক, নাগডেমরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ফকরুল ইসলাম ও তাদের নেতাকর্মীরা মানববন্ধনকারীদের ওপর হামলা চালান। একপর্যায়ে মানববন্ধনকারী সোহেল রানা উপজেলা ভূমি অফিসের ভেতরে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা সেখানে গিয়েও তাকে বেদম মারধর করেন।
সোহেল রানা ছোট পাথাইলহাট গ্রামের নুরুজ্জামানের (মৃত) ছেলে। বর্তমানে তিনি সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পরিচ্ছন্নতা কর্মী তারেক এবং সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিনের নেতৃত্বে নাগডেমরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ফকরুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা ভূমি অফিসের ভিতরে ঢুকে আমাকে মারধর করেছে। আপনারা ভূমি অফিসের সিসিটিভি ফুটেজ দেখলেই সব প্রমাণ পেয়ে যাবেন।
নাগডেমরা এলাকার স্থানীয়রা বলেন, পরিচ্ছন্নতা কর্মী তারেক ৫ আগস্ট ২০২৪ সালের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সঙ্গে মিলেমিশে কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে। এখন সে বিএনপি নেতাকর্মীদের টাকা দিয়ে কিনে নিয়েছে। এ কারণেই বিএনপি নেতাকর্মীরা দুর্নীতিবাজ তারেকের পক্ষ নিয়ে মানববন্ধনকারীদের মারধর করেছে।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাদিয়া সুলতানা বলেন, আজ তাদের অভিযোগের শুনানি ছিল। কিন্তু শুনানির আগেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
রাকিব হাসনাত/এআরবি