ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে ভিমরুলের কামড়ে বাদল মন্ডল (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত বাদল মন্ডল উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর মন্ডলবাড়ি এলাকার সমেজ উদ্দিন মন্ডলের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাঁশ কাটার জন্য বাড়ির পেছনের বাঁশ বাগানে যান বাদল মন্ডল। সেখানে ভিমরুলের চাক ছিল এটি তার জানা ছিল না। বাঁশে আঘাত করতেই কিছু বোঝার আগেই ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের কামড়ে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বাদল মন্ডল মারা যান।
বিল্লাল মন্ডলের চাচাতো ভাই মোখলেছ মিয়া বলেন, ওখানে ভিমরুলের বাসা ছিল বিল্লাল ভাই সেটা জানতো না। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি অনেকগুলো ভিমরুলে কামড় খেয়ে শুয়ে পড়েছে। পরে বিকেলে হাসপাতালে মারা যায়।
চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, চরনগর গ্রামে কৃষক বাদল মন্ডল নামে একজন ভিমরুলের কামড়ে আহত হয়ে বিকেলে হাসপাতালে মারা যায়। সে অত্যন্ত পরিশ্রমী একজন কৃষক ছিলেন।
মুত্তাছিম বিল্লাহ/আরকে