মাগুরায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকারের অভিযানে মেসার্স বিশ্বাস ড্রাগ হাউসে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ এবং কমার্শিয়াল প্যাকেটে লুকানো নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। এমনকি ২০১১ সালের প্যাকেটে ২০২১ সালের মেয়াদোত্তীর্ণ ওষুধ মিশিয়ে বিক্রির প্রমাণও মেলে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সঙ্গে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও জেলা পুলিশের সদস্যরা।
সজল আহম্মেদ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি গুরুতর অপরাধ। জনস্বার্থে নিয়মিত বাজার ও ফার্মেসিতে অভিযান চলছে। ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তাছিন জামান/এআইএস