সিলেটে ভাঙচুরের মামলায় বাসদের ২ নেতা কারাগারে

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর আম্বরখানা এলাকার দলীয় কার্যালয় থেকে তাদের আটক করে সিলেট মহানগর পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নগরীতে ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়, যেখানে আবু জাফর ও প্রণব জ্যোতি পালের নাম আসায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, শনিবার দুপুরে আম্বরখানা থেকে অভিন্ন নীতিমালা প্রণয়ন, ব্যাটারিচালিত যানের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানসহ আট দফা দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং সংগ্রাম পরিষদের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবু জাফর এবং সঞ্চালনা করেন প্রণব জ্যোতি পাল।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার সঙ্গে তাদের নাম থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাসুদ আহমদ রনি/এএমকে