মেয়াদোত্তীর্ণ বীজে নতুন স্টিকার, সোনারগাঁয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষকের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অভিযানে জেলা বীজ প্রত্যয়ন অফিসার আশরাফ উজ্জামান, সোনারগাঁ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং জেলা পুলিশ লাইনের একটি টিম সহযোগিতা করেন।
এ সময় মেসার্স আমজাদ ট্রেডার্স মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও প্রাণিসম্পদের ওষুধ বিক্রি করছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, দেলোয়ার সীড ২০২৩ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া সবজির বীজে নতুন ট্যাগ বসিয়ে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে প্রতারণা করছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, কৃষকের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডে কৃষক ক্ষতিগ্রস্ত হন এবং দেশের কৃষি উৎপাদন ব্যাহত হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মীমরাজ হোসেন/এআইএস