খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১৯৬৩ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সার্কিট হাউস মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ২০ জুন উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার জন্য ৩ হাজার ৫৮৯ পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। প্রথম পর্যায়ে ২৬৮ ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী রোববার ১ হাজার ৯৬৩ ঘর হস্তান্তর করা হবে।
জাফর সবুজ/এমএসআর