নারায়ণগঞ্জে জমি দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দেউলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—মৃত আবদুল বারেকের ছেলে মো. পারভেজ (৩৬), মো. ফারুকের ছেলে মো. জোবায়ের হোসেন (১৮), মো. জাহাঙ্গীরের ছেলে নাদিম (৪০), মৃত ইয়াদ আলী সরদারের ছেলে আবদুল বাছেদ চাঁন সরদার, তার ছেলে মো. রোমান (৪০), শিরিন বেগম, রুনা বেগম, রিনা বেগম, রুহুল আমিন ও ওমর ফারুক। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, দেউলী উদয়ন ক্লাব-সংলগ্ন সরকারি জমিতে ঘর নির্মাণ নিয়ে দেউলী এলাকার মৃত মালেক মিয়ার ছেলে ভাঙারি ব্যবসায়ী আরিফ ও বাতেনের সঙ্গে একই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে নাদিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমিতে নাদিমের কেনা একটি ঘর রয়েছে। পাশেই আরেকটি ঘর নির্মাণ করতে গেলে আরিফ ও বাতেনের পক্ষের সঙ্গে নাদিমপক্ষের বিরোধ চরমে ওঠে।
এ বিষয়ে আহত পঞ্চায়েত কমিটির সভাপতি আবদুল বাছেদ চাঁন বলেন, উভয় পক্ষকে শান্ত রাখতে সোমবার সকালে আমি উদয়ন ক্লাবে যাই। এ সময় আরিফ ও বাতেনের লোকজন টেঁটা, রামদা, চাকু ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে পারভেজ, জোবায়ের, নাদিম ও রোমান টেঁটাবিদ্ধ হন। আমাকেসহ আরও কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
হামলার পর ক্ষুব্ধ নাদিমের গ্রুপ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। তবে বিবাদমান এক পক্ষ দাবি করেছে, উদয়ন ক্লাব-সংলগ্ন জমিটি আসলে সরকারি নয়, এটি ব্যক্তি মালিকানাধীন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মেহেদী হাসান সৈকত/এএমকে