পিরোজপুরে পিকআপের ধাক্কায় বেকুটিয়া সেতুর রেলিং বিধ্বস্ত

পিরোজপুরে ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী (বেকুটিয়া) সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় রেলিং ভেঙে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরের কাউখালি প্রান্তে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পিরোজপুর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠী জেলার রাজাপুর থেকে একটি পিকআপ ভ্যান পিরোজপুরের দিকে যাচ্ছিল। এটি ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর অতিক্রম করার সময় কাউখালি প্রান্তে বসে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া অংশটি সঙ্গে সঙ্গে ভেঙে সেতু থেকে নিচে পরে যায়। ঘটনার পর চালক ভ্যানটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানটি সরিয়ে কাউখালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কাউখালী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, সেতুটিতে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বাদী হয়ে ইতোমধ্যে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে আমাদের দপ্তর থেকে মামলা করা হয়েছে। ইতোমধ্যে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়ে গেছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
শাফিউল মিল্লাত/এএমকে