সাপের ভয় দূর করতে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান

পর্যটকদের সাপের আতঙ্ক কমাতে পদ্মা সেতুর পাশে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন কয়েকজন তরুণ। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় পদ্মা সেতু উত্তর থানার পাশে এই উদ্যোগ নিয়েছে কুমারভোগ যুব সমাজ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এলাকার কয়েকজন তরুণ মিলে পদ্মা সেতুর আশপাশের রাস্তা পরিষ্কার করেন। তারা জানান, সমাজসেবার অংশ হিসেবেই তারা এ কাজ করেছেন, যাতে পদ্মা সেতু দেখতে আসা পর্যটকরা নিরাপদে যাতায়াত করতে পারেন।
পরিচ্ছন্নতায় অংশ নেওয়া তরুণরা জানান, তারা শুধু রাস্তা পরিষ্কারই করছেন না, ভবিষ্যতে আরও নানা জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজে অংশ নিতে চান। স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
ভ্রমণে আসা কয়েকজন পর্যটক জানান, সম্প্রতি এলাকায় মাঝে মাঝে রাসেলস ভাইপারসহ বিষধর সাপ দেখা যাচ্ছে। এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এই সমস্যা কিছুটা কমবে বলে তারা আশা করছেন।
ঢাকা ও আশপাশের জেলা থেকে আসা কিছু পর্যটক বলেন, যাতায়াতের রাস্তা আরও ভালো হলে পদ্মা সেতুর সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যাবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন রাজিব, স্বপন বেপারী, আকাশ, সাগর, রাসেল, রাজিব আকন, শাকিলসহ আরও অনেকে।
স্বপন বেপারী বলেন, সেতুর পাশে বড় বড় কাশবন থাকায় সাপের উপদ্রব বেড়েছে। তাই আমরা কয়েকজন মিলে কাশবন কেটে এলাকা পরিষ্কার করে দিয়েছি, যাতে সাপ না থাকে এবং পর্যটকরা নিরাপদে ঘুরে বেড়াতে পারেন।
স্থানীয়দের ধারণা, এ ধরনের উদ্যোগ পদ্মা সেতু এলাকায় পর্যটনের বিকাশ এবং জনসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে।
ব.ম শামীম/এআরবি