আমরা সম্প্রীতির বাংলাদেশ নিয়ে গর্ব করি: ডিসি জাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে উৎসব উদযাপন করে। সম্প্রীতির বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। আমরা আমাদের ঐতিহ্য ও সম্প্রীতি নিয়ে গর্ব করি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন সময় বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পূজা মণ্ডপ ও পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি ঘুরে তিনি এই কথা বলেন।
ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজা বাঙালি সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব। এই শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে সব মণ্ডপকে ঢেকে রেখেছে।
তিনি আরও বলেন, এবার আমরা আড়াইহাজার থেকে রূপগঞ্জ, বন্দর, সদর এবং আজ সোনারগাঁ—প্রত্যেকটি মন্দির নিজে পরিদর্শন করেছি। আমাদের কর্মকর্তারাও নিয়মিত পরিদর্শন করছেন। উন্নয়ন প্রকল্পের কাজও ঘুরে দেখেছি। সবার মধ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দে অংশগ্রহণের দৃশ্য দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।
আরও পড়ুন
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিম উদদীন, জেলা প্রশাসকের সহধর্মিণী মিসেস হেমা জেরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নায়মা ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার 'খ' আসিফ ইমাম, পানাম গ্রুপের চেয়ারম্যান শ্রী অমল পোদ্দার, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলেয়ার হোসেন দুলু প্রমুখ।
এ সময় পুলিশ সুপার জসিমউদদীন বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভলান্টিয়াররাও মাঠে কাজ করছেন। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
মো. মীমরাজ হোসেন/এএমকে