মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২৪ জন আটক

চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় মিয়ানমারে বিপুল পরিমাণ সিমেন্ট পাচারের সময় ২৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি বোট ও ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে কার্গো বোট থেকে ফিশিং বোটে সিমেন্ট হস্তান্তরের সময় পাচারকারীদের আটক করা হয়। জব্দ করা সিমেন্টের বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা।
সিয়াম-উল-হক বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আটকরা, জব্দ সিমেন্ট ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
ইফতিয়াজ নুর নিশান/এমএএস