বজ্রপাতে প্রাণ গেল ড্রেজার শ্রমিকের

মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে রবি আউয়াল (৪০) নামের এক ড্রেজার শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর গ্রামসংলগ্ন মেঘনা নদীর একটি শাখা নদীতে এ ঘটনা ঘটে।
ওই সময় ড্রেজার মেশিন দিয়ে একটি বালুবাহী বলগেট থেকে বালু আনলোডের কাজ করছিলেন রবি আউয়াল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন
নিহত রবি আউয়াল পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একরামপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ব.ম শামীম/এমএসএ