কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত

টাঙ্গাইলের মধুপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় আপন মিয়া (২৪) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার রূপালী ফিলিং স্টেশন এলাকার জামালপুর রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন মিয়া জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মূলবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে। আহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান মধুপুর থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাভার্ডভ্যানটি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে চালক মোটরসাইকেলসহ গাড়ির পেছনের চাকার নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার স্ত্রী আহত হন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, দুপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরিফুল ইসলাম/আরএআর