ধর্ষণ মামলার বাদীর পরিবারের ওপর হামলা, আহত ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলার বাদির পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২অক্টোবর) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বছরের ২৫ জুন রাতে দোকান থেকে ফেরার পথে এক শিশুকে পাশের একটি সিএনজি গ্যারেজে নিয়ে ধর্ষণ করে একই এলাকার মাসুম মিয়ার ছেলে মারুফ হোসেন। এ ঘটনায় শিশুটির খালা বাদী হয়ে ২৮ জুন সোনারগাঁ থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পলাতক থাকা মারুফ সম্প্রতি এলাকায় প্রকাশ্যে আসা-যাওয়া শুরু করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুরু থেকেই মামলাটি তুলে নিতে চাপ দিয়ে আসছে অভিযুক্তের পরিবার। বুধবার সন্ধ্যায় বাদীর ভাতিজি দোকানে গেলে মারুফের বাবা মাসুম মিয়া তাকে মামলা তুলে নেওয়ার জন্য গালিগালাজ ও হুমকি দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে কিছুক্ষণ পর মাসুম মিয়ার নেতৃত্বে ৮–১০ জন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাদীর পরিবারের ওপর হামলা চালায়।
হামলায় অভিযোগকারীর বোনসহ ৩ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তারা থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার বাদী বলেন, ধর্ষণ মামলা তুলে নিতে আমাদের পরিবারকে অভিযুক্তরা বারবার হুমকি দিচ্ছে। এখন হামলা পর্যন্ত করেছে। হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
অভিযুক্ত মাসুম মিয়া বলেন, মিথ্যা মামলায় আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে মীমাংসার কথা বলতে গেলে উত্তেজনা হয়েছে, তবে হামলা করা হয়নি।
সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মীমরাজ হোসেন/এআরবি