মিঠামইনে হাওর ও চর উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

কিশোরগঞ্জে হাওর উপজেলা মিঠামইনে হাওর এবং চর উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মিঠামইন উপজেলা শাখার হল রুমে জাপান সরকারের অর্থায়নে ফ্যামিলি টাইস ও হাওর এবং চর উন্নয়ন ইনিস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি, ফ্যামিলি টাইসের উপজেলা সমন্বয়কারী ও কমিউনিটি মোবিবলাইজাররাসহ ২৬ জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশ নেন।
কোভিড-১৯-এর নেতিবাচক প্রভাব হ্রাস করার জন্য উদ্ভাবনী খাদ্যপদ্ধতির মাধ্যমে হাওরাঞ্চলের জনগোষ্ঠীর খাদ্য ও সুরক্ষা জোরদার করার জন্য জরুরি এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এ সময় অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ, অধ্যাপক জুলফিকার রহমান, অধ্যাপক ডা. এম এইছ এ রশিদ, অধ্যাপক ডা. মো. গোলজারুল আজিজ, অধ্যাপক ডা. আসাদুজ্জামান সরকার, অধ্যাপক ডা. গোলাম ফারুক, মো. রাফিউল ইসলাম প্রমুখ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
এনএ